ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে সিএনজির ধাক্কায় মারজান (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও চারজন আহত হয়।
আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার প্রতাপের ডাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মারজান সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার মেয়ে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আজ ভোরে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি বরিশাল থেকে ঝালকাঠিতে আসছিল। পথে প্রতাপ ডাপর এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপের সঙ্গে সিএনজিটির ধাক্কা লাগে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে চারজন যাত্রীসহ চালক আহত হয়। তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত্যু ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।