বরিশালের আগৈলঝাড়ায় কনকনে শীতে কিরণ রায় (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। কিরণ উপজেলার রাজিহার ইউনিয়নের চলাইরপাড় গ্রামের কৃষ্ণকান্ত রায়ের ছেলে।
কিরণের পরিবার জানায়, গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কনকনে শীতের মধ্যে খেতে ইরি ধান রোপণ করেছিলেন তিনি। সন্ধ্যায় বাড়ি এসে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার সকালে কিরণ রায়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। পরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই তিনি মারা যান।
শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।