বরিশালের আগৈলঝাড়ায় পটকা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে এক কিশোর (১২) গুরুতর আহত হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই কিশোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজ বাড়ির আঙিনায় পটকা তৈরি করছিল ওই কিশোর। একপর্যায়ে বারুদের বিস্ফোরণে তার বাম হাতের কবজি ও আঙুলের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।