ভোলার চারটি আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থীরা। ভোলা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলা-১ (সদর) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান মিয়া (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট।
ভোলা-২ আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গজনবী (জেপি) পেয়েছেন ৩ হাজার ১৯১ ভোট।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজর (অব.) মো. জসিম উদ্দিন পেয়েছেন ১৭ হাজার ৮৮৬ ভোট।
ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি পেয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ৫ হাজার ৯২৮ ভোট।
ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।