Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

বৈষম্যবিরোধী আন্দোলন: সাড়ে ৩ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

বৈষম্যবিরোধী আন্দোলন: সাড়ে ৩ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ
অটোরিকশা চালক আমির তালুকদার। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।

তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।

আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।

নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’

নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’

তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’

বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক