Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পাসের হারে দেশসেরা বরিশাল বোর্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পাসের হারে দেশসেরা বরিশাল বোর্ড

এসএসসি পরীক্ষায় এ বছর পাসের হারে দেশসেরা হয়েছে বরিশাল বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮ শতাংশ। এ হার গত বছরের চেয়ে বেশি। গত বছর ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে এবার জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ৩ হাজার ৪৫৭টি। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন। গত বছর পেয়েছিল ৯ হাজার ৭৬৮ জন। 

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্বাস উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এবারের এসএসসির ফলাফলে পাসের হারে বরিশাল বোর্ড প্রথম হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় এ ফল হয়েছে।’ 

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘এ বছর গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যার প্রভাব পড়েছে গড় পাসের হার ও জিপিএ-৫-এ।’
 
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে।
 
ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৫৭ জন। অপর দিকে মেয়েদের পাসের হার ৯১ দশমিক ৯৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫৪ জন।
 
এই বোর্ডে ছাত্র ছিল ৪৩ হাজার ১৬০ জন এবং পাস করেছে ৩৮ হাজার ৯৩ জন। ছাত্রী ৪৭ হাজার ৩৬ জনের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ২৪৬ জন। 
 
বিভাগভিত্তিক পাসের হার সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগে, ৯৬ দশমিক ৭৯ শতাংশ। এর পরে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৭ এবং মানবিক বিভাগে ৮৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক