ভোলার বোরহানউদ্দিনে মিথ্যা মামলা ও হামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সর্দার। এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রার্থী তাঁকে ও তাঁর নেতা কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বোরহানউদ্দিনের তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আজ বুধবার দুপুরে একই দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নের শতাধিক মানুষ।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন, ‘গত ২৬ ডিসেম্বর বোরাহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন আমার বিরুদ্ধে আমার প্রতিপক্ষ নাগর হাওলাদার ব্যাপক ষড়যন্ত্র করে। সেখানে সকল বাধা উপেক্ষা করে জনগণের ভোটে আমি প্রায় ১০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হই। আমার প্রতিপক্ষ নাগর হাওলাদার পেয়েছে মাত্র ২২৭০ ভোট। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে হেরে গিয়ে আমার ও আমার লোকজনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪টি মিথ্যা মামলা দেয়। আমার বিরুদ্ধে তাঁরা এই অবধি বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘গত শনিবার বোরহানগঞ্জ বাজারে নাগর হাওলাদার ও তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ও আমার নেতা কর্মীদের ওপরে অতর্কিত হামলা করে। আবার তারাই আমার ছেলে ও পরিবারসহ ২৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। সেই মিথ্যা মামলার সূত্র ধরে প্রায় ৫০ থেকে ৬০ জন পুলিশ আমার বাড়ি তল্লাশির নামে আমাকে আমার ইউনিয়নের জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার বৃথা চেষ্টা করে। গত সোমবার আমার লেকজন বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসলে গতকাল মঙ্গলবার তারা পূর্বের একই ঘটনা দেখিয়ে আমাকে ১ নম্বর আসামি করে আমার ছেলেসহ পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। যা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রেজওয়ানুল ইসলামকে দিয়ে ভর্তি দেখিয়ে, সেখানে ক্ষত স্থান বাড়িয়ে লিখে সার্টিফিকেট বানিয়ে মিথ্যা মামলার আশ্রয় নেয়। পূর্বে থেকেই নাগর হাওলাদারের পরিকল্পনা হচ্ছে—আমি যাতে সরকারি বরাদ্দ জনগণের মাঝে সুসম বণ্টন করতে না পারি। তাই যখনই সরকারি কোনো বরাদ্দ আসে ঠিক তখনই বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা করে জনগণকে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত করতে চায়। কারণ তাঁর সময়ে সরকারি কোনো বরাদ্দ জনগণের মাধ্যমে সুসম বণ্টন হতো না।’
এ দিকে বুধবার সকাল ১১টায় সাবেক ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদারের দায়ের করা আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পক্ষিয়া ইউনিয়নের প্রায় শতাধিক মানুষ।
এ বিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নাগর হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে এ সব ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’