Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

পুলিশকে মারধর: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

পুলিশকে মারধর: উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকের গায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির পাইক ও তাঁর লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিলেও তাঁকে মারধর করা হয়।

ওসি আরও বলেন, পরে স্থানীয়রা ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় চলে যান। বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, যুবলীগের নেতা জিয়া ফড়িয়া ও জহিরুল পাইককে গ্রেপ্তার করে।

গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় আহত ওই পুলিশ কনস্টেবল বাদী হয়ে শনিবার রাতেই আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন। আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ রোববার সকালে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ