পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে সৈকতের জাতীয় উদ্যানসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে কালাম মাঝি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ রোববার সকালে মাছ শিকার করে ফেরার পথে সমুদ্রে অর্ধগলিত একটি লাশ ভাসতে দেখি। পরে রশি দিয়ে লাশটি তীরে টেনে এনে খবর দিলে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে।’
এ বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাঁর বয়স ২৫-৩০ বছর হবে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।