বরিশালে সোনারগাঁও টেক্সটাইল কারখানার অযৌক্তিক লে-অফ প্রত্যাহার ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ হয়েছে। আজ রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করে এ অবরোধ করেন। আন্দোলনরত শ্রমিকেরা কারখানা খুলে না দিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ফজলুর রহমান আগামী ১ আগস্ট কারখানা খুলে দেওয়া এবং বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ থেকে সরে আসেন।
সোনারগাঁও টেক্সটাইল কারখানার জিএম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, সাধারণ সম্পাদক মো. ইমরান প্রমুখ।