ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে হওয়া এ জেলা সম্মেলনে মুহা. নুরুল ইসলাম পাটওয়ারীকে সভাপতি এবং মাওলানা মো. গোলাম মোর্শেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওবায়েদুর রহমান বিন মোস্তফা।
ভোলা জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো. তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মো. হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।