Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

রাজধানীতে বিএনপির সমাবেশে সভাপতি পদপ্রত্যাশী যুবলীগ নেতা

পটুয়াখালী প্রতিনিধি

রাজধানীতে বিএনপির সমাবেশে সভাপতি পদপ্রত্যাশী যুবলীগ নেতা

রাজধানীর নয়াপল্টনে আজ (শনিবার) সরকারপতনের এক দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা গতকাল রাত থেকেই জমায়েত হয়েছেন। তবে সেই সমাবেশের জমায়েতে দেখা গেছে এক যুবলীগ নেতাকে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে তুমুল সমালোচনা তৈরি হয়েছে। 

তবে ওই যুবলীগ নেতার দাবি, নয়াপল্টনে একটি হাসপাতালে তাঁর নানি চিকিৎসাধীন, তাই তিনি সেখানে গিয়েছিলেন। 

যুবলীগের নেতা হলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রত্যাশী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল। 

ভিডিওতে দেখা যায়, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা রাত থেকেই অবস্থান করছেন। আর সেখানে বিএনপির নেতাদের স্লোগানসংবলিত কর্মসূচি ভিডিও করতে দেখা যায় যুবলীগের নেতা মশিউর রহমান শিমুলকে।

এ বিষয়ে মশিউর রহমান শিমুল আজকের পত্রিকাকে বলেন, ‘নয়াপল্টনে ইসলামিয়া হাসপাতালে আমার নানি অসুস্থ, আমি তাঁকে দেখতে গেছিলাম। আসার সময় সড়কে দেখি বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বাজে স্লোগান দিচ্ছে। সেটি ভিডিও করেছি। তবে আমি সমাবেশে যোগ দেইনি।’ 

এদিকে মশিউর রহমান শিমুলের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন খোদ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের নেতা। তাঁর বাবা মো. নাসির হাওলাদার উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন বলেও অভিযোগ উঠছে। 

রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি, এটি খুবই দুঃখজনক। একসময় তাঁর বাবাও যুবদল করতেন এবং তাঁর পরিবারও বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তবে সে যুবলীগ করে, কখনোই সেখানে যেতে পারে না। বিষয়টি আমাদের দলীয় সভায় আলোচনা করে পরে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেহেতু বর্তমানে রাঙ্গাবালীতে কোনো কমিটি নেই, সে (শিমুল) যদি বিএনপির মহাসমাবেশে গিয়ে থাকে, তাহলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে, পদ দেওয়ার ক্ষেত্রে তার বিষয়টি উত্থাপন করা হবে।’

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক