Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

তালতলীতে আ.লীগে যোগদান করেছেন বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলীতে আ.লীগে যোগদান করেছেন বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী

বরগুনার তালতলীতে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী একযোগে আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা মাছের বাজারসংলগ্ন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের স্থায়ী কার্যালয়ে উদ্বোধনী সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন। 

যোগদানকালে উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জামাল মোল্লা ও শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন কমিটির দুই শতাধিক কর্মী-সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দারের হাতে ফুলের তোড়া তুলে দেন। 

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জামাল মোল্লা বলেন, ‘আমরা আগে ভুল পথে ছিলাম। তা ছাড়া আওয়ামী লীগ উন্নয়ন ও সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছে। বঙ্গবন্ধুর আদর্শে আমরা ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চাই। এ জন্য বিএনপি থেকে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি উল কবির জোমাদ্দার বলেন, গতকাল স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের স্থায়ী অফিস উদ্বোধনকালে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে যোগদান করেছেন। তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। 

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জোমাদ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শুক্কুর, ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুসহ দলীয় নেতা-কর্মীরা। 

যোগদান অনুষ্ঠান শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল মিছিল সদর রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নতুন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করা এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের কাঁধে কাঁধ রেখে চলতে চাই। 

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এএসআই আহত

নানার হাত ধরে থাকা শিশু বাসচাপায় নিহত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

‘বিএনপিকে জিজ্ঞেস না করে গরু বিতরণ’, মৎস্য কর্মকর্তাকে হেনস্তা

আড়িয়াল খাঁ নদে নানার সঙ্গে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

চাঁদাবাজির মামলায় মির্জাগঞ্জ শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ১৫ জেলে আটক