বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই বছরের শিশু ইমরান মিয়ার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত শিশুটি উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের রহমান মিয়ার ছেলে। আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
শিশুর পিতা ইমরান মিয়া বলেন, ‘আমার ছেলে ইমরানকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। পরে তাঁরা পাশের একটি পুকুর থেকে ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকুর কর্মকার জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।