Ajker Patrika
হোম > সারা দেশ > বরিশাল

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রত্যাহার 

প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রত্যাহার 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার দুপুরে পটুয়াখালী পুলিশ লাইনসে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। 

জানা গেছে, শুক্রবার স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে দক্ষিণ চরমোন্তাজ গ্রামের আইয়ুব আলীর ছেলে ইব্রাহিম ও আহসানকে ডেকে নেওয়া হয়। 

ইব্রাহিম ও আহসানের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মমিনুল ইসলাম তাঁদের দুই ভাইকে ডেকে নিয়ে মারধর করে। পরে ডাকাতি ও গরু চুরি  মামলার হুমকি দেন তাঁদের বিরুদ্ধে। 

এ বিষয়টি ঘটনার দিনেই পটুয়াখালী পুলিশ সুপার ও রাঙ্গাবালী থানার ওসিকে মুঠোফোনে অবহিত করেন ওই ভুক্তভোগী দুই ভাই। এমন অভিযোগের তদন্ত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মমিনুলকে রোববার প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়। 

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘তদন্ত কেন্দ্রে একটি ঘটনা হয়েছিল। এক মহিলার দরখাস্তের প্রেক্ষিতে দু’জন লোকের সঙ্গে মমিনুল ইসলামের একটু ঝামেলা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতে ক্লোজড করে পটুয়াখালী পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।’ 

মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইয়াবাসহ আটক

নাগরিক কমিটির সদস্য হওয়ায় যুবদল থেকে বহিষ্কার হলেন রাজাপুরের সজীব

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, দুই লাখ টাকা জরিমানা

নেছারাবাদে সরকারি মালামাল দিয়ে নিজ বাড়ির সামনে লোহার সেতু নির্মাণ

হিজলায় ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

বরিশালে গ্রিন লাইনের চলন্ত বাসে আগুন, প্রাণে রক্ষা ২০ যাত্রীর

পটুয়াখালীতে আগুনে পুড়ল ৫ বসতঘরসহ ব্যবসাপ্রতিষ্ঠান

হাট-বাজার ইজারা নিয়ে বরিশাল নগর ভবনে দিনভর হট্টগোল, যুবককে মারধর

অনিয়মের অভিযোগ, কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জন আইনজীবীদের

চাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগ, তালতলীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার