ভোলার লালমোহনে ৩২ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সিরাজকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজ ওই ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের কালা মিয়া চৌকিদারবাড়ির আবদুর রউফের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিরাজের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। সিরাজ চট্টগ্রামের জিআর-৯৯৫/ ১৯৮৯ সালের অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সিরাজকে আজ ভোলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।