Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা

ফেনী প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা

প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক সিসি ক্যামেরা। এতে সুফল পাবে চালক ও যাত্রীরা। আজ রোববার ফেনীর মহিপালে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এ কথা জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান। 

অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মহাসড়কে অবরোধ করে যারা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি সফল হয়নি।’ 

এ সময় তিনি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসড়ক আইনকে পাশ কাটিয়ে কোনো অপরাধ করা যাবে না। সব গাড়ির মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার চালানো যাবে না। এসব আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী। 

আরও বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু

আখাউড়া সীমান্তে বিএসএফের ছোড়া গুলি লাগল বাংলাদেশির চোখের কাছে