হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় সাগরের জোয়ারে ভেসে বৃদ্ধের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাগরে জোয়ারে ভেসে গিয়ে সেকান্তর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই বৃদ্ধ জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হন, এক ঘণ্টা পর স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে। 
 
মৃত সেকান্তর উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে। 

মৃত পারিবারিক সূত্রে জানা যায়, সেকান্তর হোসেন শনিবার দুপুরে দমারচর থেকে নিঝুম দ্বীপ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেঁটে পার হচ্ছিল তিনি। 

এ সময় হঠাৎ জোয়ারের স্রোতের কবলে পড়ে ভেসে যান তিনি। লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করা জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু বাতাস ও প্রবল স্রোতের কারণে নিমেষে চোখের বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে দমারচরের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্রোতে ভেসে গিয়ে সেকান্তর নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘণ্টা খানিকের মধ্যে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন