Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় সাগরের জোয়ারে ভেসে বৃদ্ধের মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় সাগরের জোয়ারে ভেসে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় সাগরে জোয়ারে ভেসে গিয়ে সেকান্তর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের দমারচর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ওই বৃদ্ধ জোয়ারে ভেসে গিয়ে নিখোঁজ হন, এক ঘণ্টা পর স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে। 
 
মৃত সেকান্তর উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ছেরাজুল হকের ছেলে। 

মৃত পারিবারিক সূত্রে জানা যায়, সেকান্তর হোসেন শনিবার দুপুরে দমারচর থেকে নিঝুম দ্বীপ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দমারচর ও নিঝুম দ্বীপের মধ্যবর্তী চ্যানেলে পানি কম থাকায় হেঁটে পার হচ্ছিল তিনি। 

এ সময় হঠাৎ জোয়ারের স্রোতের কবলে পড়ে ভেসে যান তিনি। লোকজন ঘটনাটা দেখে তাকে উদ্ধার করা জন্য প্রাণপণ চেষ্টা চালায়। কিন্তু বাতাস ও প্রবল স্রোতের কারণে নিমেষে চোখের বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে দমারচরের কাছে নদী থেকে তার লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দিনাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্রোতে ভেসে গিয়ে সেকান্তর নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার ঘণ্টা খানিকের মধ্যে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু