হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে ১২ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হলো, ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি 

লক্ষ্মীপুরের রামগতিতে কাগজপত্র না থাকায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একটি ইটভাটা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতিতে গত এক সপ্তাহে ২৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসব ইটভাটার মধ্যে ১৩ টির মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ১২টি ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ও সুলতানা সালেহা সুমি এবং লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহাকরী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান।

এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় রামগতি উপজেলার চর আফজাল ও বিবিরহাট এলাকার ফাতেমা ইটভাটায়, ফারদিন আনাম ব্রিকস, শাওন সোহাগ ব্রিকস ও আমানত ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দুটি ইটভাটায় গুঁড়িয়ে দেওয়া হয়।

লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান বলেন, গত ২৪ থেকে ৩০ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ২৫টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময়ে ১৩ টিতে ২১ লাখ টাকা জরিমানা ও ১২ টিতে চিমনিসহ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এসব ইটভাটার বেশির ভাগই অবৈধ। পাশাপাশি, সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান শুরু হয়েছে। এটি অব্যাহত রাখা হবে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, অবৈধভাবে গড়ে ওঠা যে সব ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। এসব অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হচ্ছে। কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে হাত করে বছরের পর বছর অবৈধ ইটভাটা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। প্রতিটি ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হয় কাঠ। এতে সৃষ্ট ধোঁয়া ও ছাই থেকে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাপক ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। ফলে শিশু, নারী পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের সর্দি, কাশিসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন। অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন