Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার হাজীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান, ওই তরুণের বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার জাহিদ হাসান সৌরভ (১৯) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। 

র‍্যাব জানায়, চৌমুহনী পৌর হাজীপুর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জাহিদ হাসান সৌরভ তাঁর লোকজন নিয়ে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে রাতে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সৌরভকে আটক করে তাঁর দেহ তল্লাশি চালিয়ে একটি বন্দুক জব্দ করা হয়। তবে এ সময় তাঁর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।

র‍্যাব-১১, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, সৌরভ উপজেলার বিভিন্ন স্থানে মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্রসহ আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী

আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম আটক

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারে হস্তান্তর, অতঃপর যা ঘটল

কর্ণফুলী নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে মন্ত্রণালয়কে বিএইচআরএফের চিঠি

লক্ষ্মীপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই গ্রেপ্তার