Ajker Patrika

পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৪: ৫০
পুলিশের ওপর হামলার ঘটনায় শনিবারে গ্রেপ্তার হওয়া ১০ জন। ছবি: আজকের পত্রিকা
পুলিশের ওপর হামলার ঘটনায় শনিবারে গ্রেপ্তার হওয়া ১০ জন। ছবি: আজকের পত্রিকা

মব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে এই পুলিশ সদস্যকে মারধরের এ ঘটনা ঘটে। সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা-পুলিশের একটি দল ও স্থানীয়রা উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করে।

ঘটনার দিন মবে জড়িত দুজনকে পুলিশে দেয় স্থানীয়রা। গত শনিবার রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

২৮ ফেব্রুয়ারি রাত ১১টায় নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতের চরপাড়া ঘাটের কাছে গাঁজা সেবনে বাধা দেওয়ার জেরে এসআই ইউসুফ আলীকে পরিকল্পিত ‘মব’ তৈরি করে মারধর করেন গ্রেপ্তা ব্যক্তিরা। তাঁর মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেন।

এ ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মর্মে সবাইকে সতর্ক করা হচ্ছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত