Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাশ পচে ছড়াল দুর্গন্ধ, স্কচটেপে প্যাঁচানো যুবলীগ নেতার লাশ মিলল মেঝেতে

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

লাশ পচে ছড়াল দুর্গন্ধ, স্কচটেপে প্যাঁচানো যুবলীগ নেতার লাশ মিলল মেঝেতে

চাঁদপুরের কচুয়ায় নিজ বাড়ি থেকে এক যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের মজিদ মুক্তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত আহসান উল্লাহ (৩৫) মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন। তাঁরা চার ভাই, এক বোন। এর মধ্যে তিন ভাই বিদেশে রয়েছেন। আর বোনের বিয়ে হয়েছে। আরেক ভাই একই এলাকায় অন্য বাড়িতে থাকেন। তিনি লাশের সঙ্গে হাসপাতালে আছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বছর আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় আহসান উল্লাহর। এর পর থেকে তিনি ওই বাড়িতে একাই থাকতেন। 
 
পাশের বাড়িতে থাকা নিহতের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, আহসানের সঙ্গে সবশেষ ২ সেপ্টেম্বর তাঁর মোবাইল ফোনে কথা হয়। তাঁর ঘর থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন দরজা ধাক্কা দিলে দেখতে পায় একটি মানুষের মুখমণ্ডল কাপড় দিয়ে বাঁধা এবং শরীরে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশটি আহসানের বলে শনাক্ত করা হয়। পরে পুলিশ লাশটিকে থানায় নিয়ে আসে। 
 
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু