কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থান নুনছড়ি মারমা পাড়ার। ৪৬টি পরিবার বসবাস এই পাড়ায়। জুমচাষ এবং কৃষিকাজ এখানকার বাসিন্দাদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন। তবে পাড়াবাসীর বড় সমস্যা হয় যাতায়াতে। এই পাড়া থেকে রাঙামাটি-ঘাগড়া-বড়ইছড়ির মূল পাকা সড়কে পৌঁছাতে প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা পেরিয়ে আসতে হয়।
এই কাঁচা সড়কের অবস্থা এমনিতেই নাজুক, তারপর পথের মাঝখানে পড়ে নুনছড়ি ছড়া। বর্ষাকালে কখনো কখনো প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে ছড়ায় পানির স্রোত বেড়ে গেলে, এলাকাবাসীর যাতায়াত বন্ধ হয়ে যায়। তখন একরকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাড়ার মানুষেরা।
এই সড়ক ব্যবহার করে নুনছড়ি পাড়াবাসী উপজেলা সদর বড়ইছড়ির সাপ্তাহিক বাজারে কেনাকাটা করতে যান। এ ছাড়া উপজেলা সদর বা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণে এবং শিক্ষার্থীদের স্কুলে যেতে এই পথটি ব্যবহার করতে হয়।
গত শনিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ নুনছড়ি পাড়ায় যাওয়ার সময় পাড়াবাসী পথটি পাকাকরণ কিংবা সংস্কারের দাবি জানান।
এলাকার প্রবীণ বাসিন্দা উথোয়াইনু খুই মারমা এবং খিলুমং মারমা বলেন, বর্ষাকালে ছড়ার পানি এতই বেড়ে যায় যে, আমরা চলাচল করতে পারি নাই। তা ছাড়া আমাদের জমিতে উৎপাদিত পণ্য সাপ্তাহিক বাজারে নিয়ে সঠিক সময়ে বিক্রি করতে পারি না। ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই।
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, ‘নুনছড়ি মারমা পাড়ায় চলাচলের এই সড়কটি বেশ নাজুক। আমি ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রকৌশলীকে সড়কটির ব্যাপারে অবহিত করেছি। আশা করছি এটি অচিরেই প্রকল্পে অন্তর্ভুক্ত হবে।’
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাছির উদ্দিন বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আমি উপজেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে আসছি। তারই ধারাবাহিকতায় ২০ জুলাই এই নুনছড়ি মারমা পাড়ায় আসি। ঘাগড়া সড়কের নোয়াপাড়া থেকে নুনছড়ি মারমা পাড়া পর্যন্ত সড়কটি বেশ নাজুক। আগামী অর্থ বছরে কোনো একটা প্রকল্প থেকে রাস্তাটি সংস্কার করে দেব।