Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কচুয়ায় হাত–পা বাধা তরুণের লাশ উদ্ধার, পাওয়া যায়নি অটোরিকশা

চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি 

কচুয়ায় হাত–পা বাধা তরুণের লাশ উদ্ধার, পাওয়া যায়নি অটোরিকশা

চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর উপজেলার এক খালের পাড় থেকে সাব্বির হোসেন (১৮) নামের এক অটোরিকশা চালকের হাত–পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পালাখাল-আলিয়ারা সড়কের উত্তর সেঙ্গুয়া খালের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

সাব্বির পালখাল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের কারী সাহেবের বাড়ির মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন।

সাব্বিরের মা জাহানারা বেগম বলেন, ‘আমি ছেলেকে নিয়ে বাবার বাড়ি ভূঁইয়ারা গ্রামে বাস করি। আমার ছেলে অটোরিকশা চালক। সাব্বির বুধবার বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আজ বৃহস্পতিবার সকালে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।’

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) অসিম জানান, ওই অটোরিকশার চালক বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিখোঁজ হওয়ার পর আজ সকালে তাঁর মা জাহানারা বেগম থানায় জিডি করেন। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর ও কচুয়া থানা-পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে। আশা করি, খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি