নোয়াখালী পৌর এলাকার চারতলা একটি ভবনের তৃতীয় তলার কার্নিশে আটকে পড়া একটি বিড়াল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে বিড়ালটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার রাতে পৌরসভার পশ্চিম রাজারামপুর কাজী কলোনির খান ভিলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিনের কোনো এক সময় খান ভিলার তৃতীয় তলার কার্নিশের ওপর আটকা পড়ে পোষা বিড়ালটি। দিনভর উদ্ধারের নানা চেষ্টা করে ব্যর্থ হন বিড়ালটির মালিক ওই বাসার ইয়াহিয়া খানের মেয়ে নাফিজা তাহসিন নেহা। রাত পৌনে ৯টায় বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিসকে কল করেন তিনি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বিড়ালটি উদ্ধার করে।
শখের বিড়ালটি ফিরে পাওয়ার পর নাফিজা তাহসিন নেহা বলেন, ‘দিনভর বিড়ালটি উদ্ধারের অনেক চেষ্টা করেছি আমরা। কিন্তু না পেরে আমাদের ঘরের সবার মন খারাপ হয়ে যায়। রাতে ফায়ার সার্ভিসের বিষয়টি মাথায় এলে ওনাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁরা বাসায় এসে আন্তরিকতার সঙ্গে আমার বিড়ালটি উদ্ধার করে দিয়েছেন।’
ফায়ার সার্ভিস নোয়াখালীর স্টেশন লিডার মো. নুর আলম বলেন, ‘দুর্যোগে-দুর্বিপাকে সব সময় আমরা কাজ করে যাচ্ছি। মানুষসহ যেকোনো প্রাণ রক্ষা করাই আমাদের নীতি। আমরা আমাদের নীতিতে সব সময় অবিচল থাকব।’