খাগড়াছড়ির রামগড়ের দুর্গম এলাকার দুই শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) রামগড় জোন। আজ রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রামগড় ইউনিয়নের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্প সেবার দায়িত্বে ছিলেন ২৩ বিজিবি জামিনি পাড়া জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রহমান ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদ্দাম হোসেন।
এ সময় জোন স্টাফ অফিসার ও সহকারী পরিচালক রাজু আহামেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।