Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদকসহ গ্রেপ্তার ২, প্রাইভেট কার জব্দ

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজা এবং ২৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান। 

পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দত্তপাকুটিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ (২৫) এবং সদর দক্ষিণ থানার মথুরাপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আমজাদ রকি (২০)। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমতলী মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে প্রাইভেট কারে করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজাসহ মো. আবু সাঈদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। অপর অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন মো. ইয়াকুব আমজাদ রকি। 

র‍্যাব গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার কোতোয়ালি মডেল ও সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। 

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

পুলিশ পরিচয়ে বান্দরবানে রাবার গোডাউনে ডাকাতি, আটক ১

খাগড়াছড়িতে মালিকের বাড়ি থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় নৈশপ্রহরী নিহত

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬