কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। আজ সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় রাস্তায় একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওভারটেক করতে চাওয়া ইজিবাইকটির সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। নিহত হন ইজিবাইকের একজন যাত্রী। ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ১ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। তাঁরা ইজিবাইক ও বাসের যাত্রী। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
নিহত ব্যক্তি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা মো. মোহাম্মদ গনি (৩০) বলে জানা গেছে। ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা আশঙ্কাজনক। তাঁর বাড়ি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। তখন চট্টগ্রাম মুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।