চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্কে তৃতীয়বারের মতো আজ শনিবার সকাল থেকে শুরু হয়েছে মাসব্যাপী ফুলের মেলা। এবারের উৎসবে প্রকৃতিপ্রেমী মানুষকে মোহিত করতে রাখা হয়েছে ১৩৬ প্রজাতির ফুলের সমাহার। বিভিন্ন রঙের এসব ফুলে সুবাসিত হয়ে উঠেছে ডিসি পার্ক এলাকা। মেলা শুরুর প্রথম দিনেই বর্ণিল ফুলেল শোভা উপভোগ করতে জড়ো হয়েছেন লাখো ফুলপ্রেমী মানুষ।
আজ শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফুল উৎসবের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
মাসব্যাপী আয়োজিত ফুল উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, নৌকা বাইচ, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, পানিতে ভাসমাস ফুল বাগানসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থা রাখা হয়েছে। আরও রয়েছে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, ভাসমান ফুল বাগান, হাঁটা চলার উন্মুক্ত স্থান, অস্থায়ী খেলার মাঠ, স্থায়ী ফুলের বাগান, শিশুদের খেলার মাঠ, ভিআইপি জোন, কন্ট্রোল রুম, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানশেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন, জুলাই-আগস্ট অভ্যুত্থান কর্নার ও পাবলিক টয়লেট। যা এখানে আসা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ফৌজদারহাট থেকে টোল রোড ধরে কিছু দূর গেলেই চোখে পড়বে ডিসি পার্ক। সেখানে গিয়ে সরেজমিনে জানা গেছে, প্রায় ১৩৬ প্রজাতির বাহারি রং ও বর্ণের ফুলে শোভিত হয়ে গেছে পার্কটি। তোরণ থেকে শুরু করে পানির ঢেউয়ের মাঝেও যেন হাসছে বিভিন্ন প্রজাতির ফুল। প্রতিটি মোড়ে দুলছে রঙিন ফুল। যা দেখে ছবি তোলার শখ এড়াতে পারছেন না বিভিন্ন বয়সী দর্শনার্থীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ফুল উৎসবের জন্য তাঁরা ডিসি পার্ক সাজিয়ে তুলেছেন। প্রকৃতির বর্ণ, গন্ধ ও ছন্দের অনুপ্রেরণায় তৃতীয়বারের মতো এই ফুল উৎসবের আয়োজনের প্রথম দিনে লাখো দর্শনার্থীর সমাগম ঘটেছে। যা ফুল উৎসবকে ঘিরে গতবারের দর্শনার্থীর সংখ্যা এবার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।
পার্কে আসা দর্শনার্থী সজীব দাশ বলেন, এখানে ফুলের নয়নাভিরাম সৌন্দর্য আমাকে দারুণ মোহিত করেছে। চারদিকে বিভিন্ন রঙের ফুল ও সৌরভ শুধু আমাকে নয় এখানে আসা সব দর্শনার্থীর মন কেড়ে নিয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, ফুল উৎসবকে নতুন করে ভিন্নমাত্রায় সাজিয়ে তুলতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে কয়েক মাস ধরে কাজ করছিলেন এক দল কর্মকর্তা-কর্মচারী। এবারের মেলার মঞ্চ করা হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের আদলে। মেলার গেট থেকে শুরু করে ভেতরে ওপরে নিচে যেদিকেই চোখ পড়বে শুধু ফুল আর ফুল। দর্শনার্থীদের বিনোদনের সব ব্যবস্থা আছে এখানে। তিনি আশা করছেন এখানে আসা প্রত্যেক দর্শনার্থী বেশ উপভোগ করবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, এবারের ফুল উৎসবে ১৩৬ প্রজাতির কয়েক লাখ ফুলে সাজানো হয়েছে পুরো ডিসি পার্ক। পাশাপাশি দুটি বিশাল দিঘিতে বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা, ভাসমান ফুল বাগান থেকে শুরু করে এমন অনেক কিছুই করা হয়েছে, যা এখানে আগত যেকোনো দর্শনার্থীকে মোহিত করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকে শুরু হওয়া এই ফুল উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১১ জানুয়ারি লেজার লাইট শো,১৭ থেকে ২৩ জানুয়ারি পিঠা উৎসব, ২৪ থেকে ২৫ জানুয়ারি হবে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, ৩১ জানুয়ারি ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন ও ১ থেকে ২ ফেব্রুয়ারি মুভি শো। মাসব্যাপী ফুল উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।