কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ ছিল এই ফেরি চলাচল। এতে নদীর রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার অংশের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত থাকায় গত ৩১ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘নদীতে কিছুটা স্রোত কমে আসায় চালক, যাত্রী, ব্যবসায়ীসহ সবার কথা চিন্তা করে আমরা আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছি।’
বৃহস্পতিবার বেলা ১১টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে কথা হয় ফেরির ইজারাদারের মো. শাহজাহানের সঙ্গে। তিনি বলেন, ‘নদীতে স্রোত কিছুটা কম হলেও এখনো রয়েছে, আমরা সবার কথা চিন্তা করে আজ সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছি।’
এদিকে ফেরি না চলায় বিপাকে পড়েন রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলী রুটে চলাচলকারী শত শত যাত্রী। কিছু গাড়ি ঘুরপথে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে চলাচল করেছে।