Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত

কক্সবাজার প্রতিনিধি

মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে লবণচাষি নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল আলম (২৯) নামের এক লবণচাষি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লবণচাষি ওই এলাকার নজির আহমেদের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কাউছার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে কালারমারছড়া এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযানে যান। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জিয়া বাহিনীর সদস্যরা চিকনিপাড়ার প্যারাবনের দিকে পালাচ্ছিলেন। লবণের মাঠ দিয়ে পালানোর সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শফিউল গুলিবিদ্ধ হন। তাঁকে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বড় ভাই মনিরুল আলম বলেন, ‘আমার ভাই শফিউল লবণ মাঠে কাজ করার সময় কোস্ট গার্ড সদস্যরা কয়েকজন সন্ত্রাসীকে ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মৃত্যু হয়।’ তাঁর নিরপরাধ ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান মনিরুল।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে জিয়া বাহিনীর সন্ত্রাসীরা পালানোর পথে গুলি ছোড়ে। এতে শফিউল আলম নিহত হন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার মেঘনায়

তেল পরিবহনে নিরাপত্তা ঝুঁকি

এবার এস আলমের জামাতার প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামে

আমরা পার্লামেন্টে যাবই যাব: নাসীরুদ্দীন

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১০

৫ আগস্টের মতো বুদ্ধি দিয়ে নির্বাচন করবে তরুণেরা: এনসিপি নেতা নাসীরুদ্দীন

মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, পথচারী আরএফএল কর্মকর্তা নিহত

রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ