ফেনীর সোনাগাজীতে লাঙ্গল প্রতীকের এজেন্ট শ্রমিক লীগ নেতা আবুল হাসেমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের হাজী মন্নান ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাশের বাড়ির বাসিন্দা বৃদ্ধা আনোয়ারা বেগম বলেন, অতিরিক্ত তাপের আঁচ পেয়ে ঘরের বাইরে রেব হয়ে দেখি আগুন জ্বলছে। এরপর চিৎকার করলে আবুল হাসেমসহ এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে যায়।’
ক্ষতিগ্রস্ত আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ইউপি নির্বাচনে আমি নৌকার এজেন্ট ছিলাম। ওই সময় আমার খড়ের স্তূপে আগুন দেওয়া হয়। এবারও আমি লাঙ্গল প্রতীকের এজেন্ট হয়েছি। বিএনপির নেতা কর্মীরাই রাতের আঁধারে আমার ঘরে আগুন দিতে পারে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এদিকে খবর জানার সঙ্গে সঙ্গেই ফেনী–৩ আসনের লাঙল প্রতীকের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী মোবাইল ফোনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ–খবর নেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শোনার পর আমাদের একটি দল ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। আগুনের বিষয়টি প্রশাসন তদন্ত করে কঠিনভাবে ব্যবস্থা নেবে।’