হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীর পাড়ে পড়ে ছিল গৃহবধূর দগ্ধ লাশ, স্বামী আটক

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

গৃহবধূর লাশ উদ্ধারের সময় স্থানীয় জনতা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

নিহত ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার পশ্চিম গাজীপুর বাগবাড়ি গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী ও নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়াল মেয়ে। আটক স্বামীর নাম মো. ইয়াসিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার মো. ইয়াসিন ও তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার মধ্যে ভাত রান্না দেরি হওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন রাগান্বিত হয়ে স্ত্রী ফেরদৌসের আক্তার আন্নার গায়ে আগুন ধরিয়ে দেয় এবং শ্বাসরোধে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সকালে নদীর পাড়ে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ফেরদৌসী আক্তার আন্নার বড় বোন মনোয়ারা বলেন, ‘আমার ছোট বোনের স্বামীর পরকীয়ার সম্পর্ক ছিল। আমার ছোট বোন পরকীয়ায় বাধা দিলে তাকে প্রতিনিয়ত মারধর করত। কিছুদিন আগেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে সালিসে জরিমানা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত তিনটার দিকে ইয়াসিন আমার মায়ের ফোন নম্বরে কল দিয়ে বলে, ‘‘আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কিনা।’ ’ আমরা ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকের মুখে শুনতে পাই, আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।’

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, গৃহবধূর লাশটি পোড়া ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, মতলব উত্তর, গৃহবধূ, লাশ, আগুন, হত্যা, স্বামী, জেলার খবর

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন