Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

ব্রাহ্মণপাড়ায় বাইর থেকে খাতা সংযুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এসএসসি ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় বাইর থেকে খাতা যুক্ত করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার চান্দলা উপজেলার কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

উপজেলা প্রশাসন ও পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার ওই পরীক্ষা কেন্দ্রের এক শিক্ষার্থী তার নিজ খাতার পাতা ছিঁড়ে বাইরে ফেলে দেয়। এ সময় বাইর থেকে প্রশ্নের উত্তর সংবলিত পাতা ওই খাতায় যুক্ত করে। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষক বিষয়টি দেখতে পেয়ে খাতা আটক করে কেন্দ্র সচিবকে অবহিত করেন। পরে কেন্দ্র সচিব বিষয়টি উপজেলা প্রশাসনকে অবিহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। পরে কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন। 

চান্দলা কে. বি হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব রাখাল চন্দ্র শীল বলেন, ‘পরীক্ষায় মূল খাতা থেকে পাতা সরিয়ে বাহির থেকে প্রশ্নের উত্তর সংবলিত একটি খাতা সংযুক্ত করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নেবেন কত বছরের জন্য তাকে বহিষ্কার করবেন।’ 

ইউএনও সোহেল রানা বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র সচিব ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ