Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মায়ের জানাজায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

মায়ের জানাজায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে
প্রতীকী ছবি

আনোয়ারা বেগমের (৮২) জানাজার প্রস্তুতি চলছিল। এ সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁর ছেলে ইয়াছিন প্রধান (৬২)। গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের নান্দুরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

ইয়াছিন প্রধান কৃষি কাজ করতেন। গতকাল রাত ৯টায় তাঁর জানাজা হয়। পরে মায়ের কবরের পাশে তাঁর লাশও দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, ইয়াছিন প্রধানের মা আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুতে চার ভাই, তিন বোনসহ আত্মীয়স্বজন সবাই তাঁদের বাড়িতে আসেন। মায়ের মৃত্যুর পর থেকে কান্নাকাটি করছিলেন ইয়াছিন প্রধান। আসরের নামাজের পর তাঁর মায়ের জানাজার নামাজ হওয়ার আগেই স্ট্রোক করেন তিনি। সুজাতপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইয়াছিন প্রধানের ছেলে সায়মন হোসেন লাদেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দাদিকে খুব ভালোবাসতেন বাবা। সকালে দাদি মারা গেলে বাবা খুব ভেঙে পড়েন। আসর নামাজের পর সবাই দাদির জানাজায় একত্র হয়। ওই মুহূর্তেই বাবা স্ট্রোক করেন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি খুবই কষ্টের। পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছে।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু