মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ও ফাঁসি কার্যকর হওয়া বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার (৭৬) প্রায় ২২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন। আজ শুক্রবার সকালে কক্সবাজারের রামু থানা-পুলিশ তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার আবদুল গণি মাঝির বাড়ি থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা নুরুল আবছারকে ধরে পুলিশে সোপর্দ করেছিলেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের বাসিন্দা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। তাঁর বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারেরও কোনো অভিযোগ নেই। এ জন্য নুরুল আবছারকে তাঁর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে আবদুল গণি মাঝির ছেলে মোহাম্মদ হারুন গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন, তাঁর বাবার চাকরিসূত্রে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক। সেই সুবাদে তিনি বুধবার বেড়াতে এসেছিলেন। নুরুল আবছার দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে ছিলেন। আত্মগোপন থাকার বিষয়টি মোটেও সত্য নয়।