Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ

চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোর ৬টার দিকে নগরের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের মিনা বাজারের পাশের একটি বাড়ি দখলের চেষ্টা করা হয়। ওই বাড়ির মালিক ঝর্ণা রানী নাথ অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ৮-১০ জন লোক এসে বাড়ি ছেড়ে যেতে বলে। তাঁরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি করেন তিনি।

ঝর্ণা রানী নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৫ সালেও একবার জায়গা দখলের চেষ্টা করেছিল তারা। তখন পুলিশের সহায়তায় তা আর সম্ভব হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পর গতকাল তিনজন, আজ ৮-১০ জন এসে বাড়ি ছাড়ার হুমকি দেয়। বাড়ি না ছাড়লে একটি বাসা ভাঙচুর করা হয়। স্বর্ণের চেন লুট করে নিয়ে যায়।’ 

চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়াতিনি আরও বলেন, ‘এটি আমাদের পৈতৃক সম্পত্তি। জাকির হোসেন ও তাঁর ছেলে বাইতুল আজগর ৮-১০ জন নিয়ে এসে জায়গা দখলের চেষ্টা করে। জাকির আওয়ামী লীগ ও বাইতুল আজগর ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানতাম।’

ঝরনা রানী নাথের আত্মীয় সুমন নাথ বলেন, ‘গতকাল বিকেলে ৫টার দিকে প্রথমে চারজন আসে। তারা ১২ ঘণ্টা সময় দিয়ে যায়। এর মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। তারপর আজ ভোরে এসে ৮-১০ জন জায়গা দখলের চেষ্টা করে। এর মধ্যে ঝর্ণা নাথের বোন সৌমিতা দেবনাথের স্বর্ণের চেন কেড়ে নিয়ে যায়। মোবাইল ফোনও নিয়ে যায়। বাসা ভাঙচুর করা হয়।’

চট্টগ্রামে এক হিন্দুবাড়ি দখল চেষ্টার অভিযোগ। ছবি: ভিডিও থেকে নেওয়াভাঙচুর ও মারধরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আজকের পত্রিকা। সেখানে দেখা যায়, আজ ভোর ৬টা ২ মিনিটের দিকে হাতুড়ি, রড, লাঠি হাতে চারজন সুমন দেবনাথসহ দুজনের ওপর হামলা করেন। এ সময় প্রতিরোধের চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন।

সিসিটিভির ফুটেজ দেখিয়ে ঝর্ণা নাথ বলেন, ‘লাঠি বয়স্ক ব্যক্তিটি জাকির হোসেন। গোলাপি টিশার্ট পরা তাঁর ছেলে বাইতুল আজগর। অন্যরা তাঁদের সহযোগী। তাঁরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

ঝর্ণা রানী নাথের মেয়ে দেবযানী দেবি আজকের পত্রিকাকে বলেন, হামলার খবরটি বৈষম্যবিরোধী ছাত্রদের জানালে তারা এসে আমাদের উদ্ধার করেন। ওনারা অনেক সাহায্য করেছেন। সেনাবাহিনী এসে আমার মাকে উদ্ধার করেন।

জাকির হোসেনের বাড়ি পাঁচলাইশের ষোলকবহর এলাকায়। তিনি দাবি করেন, জায়গাটি তাঁদের। এই সময়ে জায়গা দখলে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে এখন জায়গা উদ্ধারের সময়, সে জন্য।’ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না জানতে চাইলে তিনি হেসে তা অস্বীকার করেন।

জাকির হোসেনের ছেলে বাইতুল আজগরের মোবাইলে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সেতুর নিচে বিস্কুটের কার্টনে মিলল নবজাতকের লাশ

রাতে ছিনতাইয়ের পর দিনে ভাগ-বাঁটোয়ারাতে পুলিশের হানা, ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

চাঁদপুরে আবাসিক ভবন থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

কুমিল্লায় খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি গ্রেপ্তার

সমন্বয়ক পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি, গ্রামবাসীর হাতে আটক ৫

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২