Ajker Patrika

কুমিল্লা মহানগর বিএনপি

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

  • সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে প্রার্থী।
  • ২৭টি ওয়ার্ডের তৃণমূল নেতাদের ভোটে কমিটির শীর্ষ নেত্বত্ব নির্বাচনের কথা।
  • আজকের সম্মেলনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 কুমিল্লা প্রতিনিধি 
উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু ও রাজিউর রহমান
উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু ও রাজিউর রহমান

প্রথমবারের মতো আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে মহানগর বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

দলীয় সূত্র বলেছে, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এতে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামানকে আহ্বায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে সদস্যসচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী ওরফে আবুকে ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। ওই রাতে সংবাদ সম্মেলন করে আমিরুজ্জামান পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত বুধবার মহানগর বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন ফরম বিক্রি ও জমার দিন ছিল ২০ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের দিন ছিল ২২ ফেব্রুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ ফেব্রুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া কথা ছিল ২৪ ফেব্রুয়ারি। আর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মহানগর বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ আলী আক্কাস এসব তথ্য জানান।

সম্মেলনের তারিখ নির্ধারণের পর থেকে আলোচনা ছিল, ওয়ার্ড পর্যায়ের নেতাদের ভোটে নির্বাচিত হবেন মহানগরের শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যে নগরের ২৭টি ওয়ার্ডে বিএনপির ১০১ সদস্যের কমিটি করা হয়েছে। সম্মেলনে মোট ২ হাজার ৭২৭ জন কাউন্সিলর তাঁদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের ভোটের প্রয়োজন হচ্ছে না। কারণ, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাছাইয়ে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কেউই তা প্রত্যাহার করেননি। ফলে সম্মেলনে বিনা ভোটে সভাপতি পদে মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী, সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান নির্বাচিত হচ্ছেন।

এদিকে আজ কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেবেন তিনি। সম্মেলনের প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

কোম্পানি দেউলিয়া, দেড় কোটি মানুষের ডিএনএ ডেটার এখন কী হবে

ঈদের নামাজের মধ্যে ইমামকে হত্যাচেষ্টা, চাপাতিসহ যুবক আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত