পর্যটনকেন্দ্র সাজেকে বেড়াতে যাওয়ার পথে রাঙামাটির বাঘাইছড়িতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে চার পর্যটক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বাঘাইছড়ি সাজেকের হাউস পাড়ার পাহাড়ে ওঠার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ (বৃহস্পতিবার) পর্যটকবাহী মাইক্রোবাসটি বাঘাইছড়ি সাজেকের হাউস পাড়ার পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চার পর্যটক আহত হন।
আহতরা হলেন মো. শাহরিয়ার ইকবাল (৪২), তিনি ঢাকার মিরপুর রোডের একেএম শহিদুল্লাহর ছেলে ও মো. তাইছির আহমেদ (৩৫), তিনি ফেনীর পাঠানবাড়ী রোডের মৃত আব্দুল মান্নানের ছেলে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, পাহাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঘ-১৫-৭২৫৩) উল্টে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।