ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ. ই এমস শিরুজিমাথ সামির দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন। বুধবার (১৩ অক্টোবর) সকালে ব্যক্তিগত সফরের অংশ হিসেবে ১৪ সদস্য বিশিষ্ট একটি টিম নিয়ে তিনি এ ভ্রমণে আসেন।
মালদ্বীপের হাইকমিশনারের গাড়িবহর সকাল সাড়ে ৯টায় মহামায়া ইকোপার্কে প্রবেশ করে। এ সময় সঙ্গীসহ মহামায়া ইকোর্পাক ঘুরে দেখেন ও লেকে নৌকা যৌগে ঘুরে বেড়ান। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর হাইকমিশনার ও তাঁর দল চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে রওনা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এইচ. ই এমস শিরুজিমাথ সামির ব্যক্তিগত সফরে মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেছেন। মহামায়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।