হোম > সারা দেশ > চট্টগ্রাম

আন্তনগর ট্রেন দাঁড় করিয়ে নামলেন রেলের অতিরিক্ত সচিব, যাত্রীদের ক্ষোভ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিহীন আন্তনগর ট্রেন গঙ্গাসাগর রেল স্টেশনে দাঁড় করিয়ে নেমেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। এ ঘটনায় আন্তনগর মহানগর ট্রেন যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. শহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পূর্ব)  মো. জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্প পরিচালক সুবক্তগীণসহ অন্তত ১৫ জন রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নেমে তাঁদের গ্যাংকার কিংবা সড়কপথে গাড়িতে করে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা ছিল।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, ‘অতিরিক্ত সচিব মো. ইয়াছিনের নেতৃত্বে তারা আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন। কিন্তু তারা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতিতে নামার কথা থাকলেও দলটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রা বিরতি বা ট্রেন দাঁড় করিয়ে নামেন।’

আখাউড়া কেবিন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর প্রভাতি এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সকাল ১০টা ১০ মিনিটে যাত্রা বিরতির কথা থাকলেও নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘণ্টা বিলম্বে বেলা ১১টা ৫ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেয়। পরে ১১টা ১০ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিনসহ অন্যদের নিয়ে আখাউড়া রেল সেকশনের বিরতিহীন গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে অনির্ধারিত যাত্রাবিরতি দিয়ে তারা সেখানে নামেন। পরে আন্তনগর মহানগর প্রভাতি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য বেলা ১১টা ৩৫ মিনিটে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এ সময় যাত্রীবাহী আন্তনগর মহানগর প্রভাতি ট্রেনের যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। বিলম্বে ট্রেন ছাড়ার কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হন।

রেলপথ মন্ত্রণালয়ের এক চিঠি সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াছিনসহ রেলওয়ে কর্মকর্তারাদের নিয়ে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উপস্থিত হওয়ার কথা। এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নেমে সড়কপথে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন পৌঁছাবেন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

পরে গঙ্গাসাগর স্টেশন থেকে গ্যাংকার যোগে বাংলাদেশের আখাউড়া এবং ভারতের নিশ্চিন্তপুর স্টেশনের মধ্যে বাংলাদেশ অংশের কাজ পরিদর্শন করবেন। প্রকল্পটি ভারত-বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে উদ্বোধনের কথা রয়েছে। এ বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম সরেজমিন পরিদর্শনে দলটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নামার কথা ছিল।

কিন্তু রেলের অতিরিক্ত সচিব মো. ইয়াছিনসহ অন্যরা নির্ধারিত রেলওয়ে জংশন আখাউড়া স্টেশনে না নেমে যাত্রীবাহী আন্তনগর মহানগর প্রভাতি ট্রেনটি অনির্ধারিত যাত্রা বিরতি দিয়ে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে দাঁড় করিয়ে তারা নামেন। পরে ট্রেনটি অন্তত ২০ মিনিট বিলম্বে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেন যাত্রীদের অভিযোগ, রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কিছুতেই একটা অনির্ধারিত বিরতিহীন রেলওয়ে স্টেশনে কোনো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন বলে ট্রেন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. ইয়াছিনের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমি ওই ট্রেনের একজন যাত্রী মাত্র। কোনো কথা জানার থাকলে ট্রেন পরিচালকদের সঙ্গে কথা বলেন।’

বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবিরের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন