কুমিল্লার বুড়িচংয়ে সবজিবোঝাই পিকআপ ভ্যান উল্টে মো. মালন মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নাজিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালন মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
ওসি আকুল জানান, সকালে নাজিরাবাজার এলাকায় সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক নিহত হন। ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যান। মরদেহ ও পিকআপ ভ্যানটি থানায় নেওয়া হয়েছে।