কক্সবাজারের চকরিয়া উপজেলায় হাইওয়ে পুলিশের টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শকসহ (এসআই) চারজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা দরগা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০)। তিনি মালুমঘাট হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। আহতরা হলেন এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া (৩৫), কনস্টেবল অলি আহমদ (৩১), কনস্টেবল নুরুল আলম (৩৮) ও কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মেহেদী হাসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের একটি জিপ গাড়ি নিয়ে একজন এসআইয়ের নেতৃত্বে চারজন কনস্টেবল ডিউটি পালন করছিল। সেখানে দায়িত্ব পালন করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় পাঁচজন পুলিশ সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নাজমুল হাসানকে মৃত ঘোষণা করা হয়।’
মেহেদী হাসান আরও বলেন, ‘আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অপরজন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নাজমুলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করতে তাঁর নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাচ্ছি।’