Ajker Patrika

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে ভবনের ছাদে খেলার সময় নিচে পড়ে রঞ্জন সরকার (৭) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকায় আজিজ বিল্ডিং নামে পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশু পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাবলু সরকারের ছেলে। শিশুটির পরিবার ওই ভবনটিতে ভাড়া থাকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেলার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়লে সীমানা প্রাচীরের রড বিদ্ধ হয়ে পড়েছিল শিশুটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সীমানা প্রাচীরের রড কেটে শিশুটিকে উদ্ধারের আগেই সে মারা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহদাৎ বলেন, ‘শিশুটিকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পরবর্তী সময় আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত