সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে খাল থেকে মুশফিকুর রহমান (৩০) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সাহেবের হাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুশফিকুর রহমান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক। তিনি ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সির ঘনিষ্ঠ।
স্থানীয়রা জানান, গতকাল সকালে সোনাগাজী উপজেলার সাহেবের হাট এলাকায় খালের পানিতে একটি লাশ ভেসে আসে। লাশটি বোরকা পরিহিত ছিল।
খবর পেয়ে স্বজনেরা লাশ উদ্ধার করে নিয়ে যান।
ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগের পর তাঁর বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। পরিস্থিতি ভালো নয় দেখে তিনি অন্যত্র চলে যান। গোপনে বোরকা পরে পালানোর সময় তাঁকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল আলম বলেন, ‘লাশ উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কেউ উদ্ধারে আসেনি।’ পরে তিনি স্বজনদের ডেকে লাশ বুঝিয়ে দেন বলে জানান।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় বলেন, ‘ভেসে আসা লাশটি ফেনী সদর উপজেলার বাসিন্দা। এটা ফেনী মডেল থানার বিষয়।’ এদিকে ফেনী মডেল থানায় যোগাযোগ করে কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।