Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে যুবক হত্যা মামলার আসামি বড় ভাইকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

ফেনী প্রতিনিধি

ফেনীতে যুবক হত্যা মামলার আসামি বড় ভাইকে ধরে পুলিশে দিল এলাকাবাসী

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে নিজাম উদ্দিন (৪০) হত্যা মামলার আসামি নিহতের বড় ভাই নুরুল আলমকে (৫৫) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যার দিকে ফেনী মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে। 

ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, নিজাম উদ্দিন হত্যার ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত ২২ জুন রাতে ফেনী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন পূর্ব কচুয়া গ্রামের মৃত আহছান উল্যার ছেলে নিজাম উদ্দিন। বাড়ির কাছাকাছি এলে আলম তাঁর ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর তাঁকে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে পরদিন ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে বড় ভাই নুরুল আলম আত্মগোপনে চলে যান। গতকাল তাঁকে এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ সময় ভাইকে হত্যার কথা স্বীকার করেন নুরুল আলম। 

মোটবী ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন বলেন, নিহত নিজাম উদ্দিনের সঙ্গে বড় ভাই নুরুল আলমের পারিবারিক বিষয়াদি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দুই মাস আগেও একটি সালিস বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু নুরুল আলম মন থেকে তা মেনে নিতে পারেননি।

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ