Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালসহ ১৪ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মেঘনায় নিষিদ্ধ জালসহ ১৪ জেলে আটক

চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার সদর উপজেলার মেঘনা নদীর মিনি কক্সবাজার এলাকা থেকে এসব জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। 

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আটক জেলেরা হলেন চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খাঁন (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁন (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)। জেলেদের বাড়ি সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

ওসি কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসইন ও সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় এসব জেলেকে আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়।’ 

তিনি বলেন, ‘আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইন থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা-হেফাজতে আছে।’

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু