Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষিকা ফুল কুমারীর বন্দী জীবনের অবসান

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

শিক্ষিকা ফুল কুমারীর বন্দী জীবনের অবসান

সাজেক ইউনিয়নের বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুল কুমারী চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের ঢেবাছড়ি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের ১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে উপজেলার বাঘাইহাট মারিশ্যা সড়কের ৯ কিলো এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আটজন নিহত ও ৩৩ জন গুরুতর আহত হন। 

আহতদের একজন স্কুলশিক্ষিকা ফুল কুমারী চাকমা। সেদিনের গুলিতে তাঁর মেরুদণ্ড দুই ভাগ হয়ে যায়। ঢাকা সিএমএইচে দীর্ঘ তিন মাসের চিকিৎসা শেষে হুইলচেয়ারে বাড়িতে বন্দী মানবেতর জীবনযাপন করছেন তিনি। 

স্বামী, দুই সন্তান ও প্রতিবেশীদের সহায়তা নিয়ে কোমরে বেল্ট বেঁধে হুইলচেয়ারে চলাচল করেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। দীর্ঘ চার বছর হুইলচেয়ারে বন্দী তাঁর শিক্ষকতা জীবন। সাজেকের দুর্গম বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হলেও যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় তিনি স্কুলে যেতে পারেন না। তাঁর আক্ষেপ ছিল যাতায়াতের সড়কটি হুইলচেয়ার চলার উপযোগী করে দিলে তিনি শিক্ষকতা চালিয়ে নিতে পারতেন। 

তাঁর আক্ষেপের কথা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও পরিষদকে জানালে উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা দ্রুত সড়ক তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমার মাধ্যমে তা বাস্তবায়ন করেন। আর এখন একজনের সহায়তায় হুইলচেয়ারে চেপে নিয়মিত স্কুলে পাঠদান করতে যাচ্ছেন শিক্ষিকা ফুল কুমারী চাকমা। 

উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘ফুল কুমারী চাকমার জন্য আমরা গর্বিত। তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেও থেমে যাননি। তিনি আমাদের শিক্ষক সমাজের গর্ব।’ 

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে পঙ্গু হয়েছেন। তাই তাঁর দাবির প্রতি সম্মান রেখে দ্রুত তাঁর বাড়ি থেকে স্কুলে যাওয়ার সড়কটি নতুন করে তৈরি করা হয়েছে।’

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ