Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বসন্ত উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বসন্ত উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ
চট্টগ্রামে সিআরবি শিরীষতলায় বন্ধ হওয়ার আগে আজ সকালে বসন্ত উৎসব। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে সিআরবিতে আবহমান বাংলার ঋতুরাজ বসন্ত বরণের উৎসব মাঝপথে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। সিআরবি শিরীষতলায় আজ শনিবার সকালে শুরু হওয়া এই উৎসব বিকেলে দ্বিতীয় পর্বের শুরুর কিছু সময় আগে বাতিল করা হয়। এর আগে সকালে আবৃত্তি সংগঠন ‘প্রমা’র আয়োজনে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠান শুরু হয়। এতে বাংলার চিরাচরিত সাজে শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়।

‘দ্য ভায়োলিনিস্ট চিটাগংয়ের’ যন্ত্রসংগীত বাদনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসব। এরপর ‘ওডিসি অ্যান্ড ড্যান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ নৃত্যাঙ্গন, নৃত্যানন্দ, নৃত্যরূপ একাডেমি, কৃত্তিকা নৃত্যালয়ের শিল্পীরাও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলে। ফাঁকে ফাঁকে ছিল একক গান ও আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।

রেলওয়ে মালিকানাধীন সিআরবি শিরীষতলায় রেলওয়ের অনুমতি নিয়ে দুই পর্বের এই অনুষ্ঠান বেলা ১টা পর্যন্ত চলার পর খাবারের বিরতি দেওয়া হয়। বেলা ৩টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর কথা ছিল। কিন্তু এর আগে রেলওয়ে কর্তৃপক্ষ ‘অনিবার্যকারণবশত’ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করে। এ সময় স্পনসর প্রতিষ্ঠান মঞ্চ গুটিয়ে ফেলে। পরে আয়োজকসহ অন্যরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান না চালিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আয়োজক সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবারের মতো রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়েই শিরীষতলায় বসন্ত উৎসব আয়োজন করা হয়। দুপুরে আমরা খাবারের বিরতি দিই। বিকেলে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ রেল কর্তৃপক্ষ ফোন করে আমাদের মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করার সিদ্ধান্তের কথা জানায়। ওনারা কী কারণে হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা ওনারাই ভালো বলতে পারবেন। এ ধরনের ঘটনা আগে কখনো হয়নি।’

রাশেদ বলেন, ‘আমরা বাইরে বিভিন্ন কথা শুনেছি। এরপর বিষয়টি নিয়ে আর ঝামেলায় না গিয়ে আমরা অনুষ্ঠান না করে সেখান থেকে চলে আসি।’

সংগঠনটির অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল থেকে শুরু হওয়া বসন্ত উৎসব রাত ৮টার আগে শেষ করার পরিকল্পনা ছিল আয়োজক সংগঠনের।

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে চোরাই গরুর ২ পা বিচ্ছিন্ন

বান্দরবানে ছড়ায় গোসলে নেমে দুই বোনের মৃত্যু