চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন হাজারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে বারইয়ারহাট পৌর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেলিম নামের এক বিএনপি নেতাকে ২০১৫ সালের বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সেলিমকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনসহ অনেকে।